Nusraat Faria – Ami Chai Thakte (আমি চাই থাকতে) Lyrics

Song Lyrics Ami Chai Thakte (আমি চাই থাকতে) by Nusraat Faria & Master D.

ফারিয়া
ভেবেছি
বারে বারে প্রেমে পরেছি
মনে তারি ছবি একেছি
আর ভালোবাসা কি আমি বুঝেছি

মাষ্টার ডি
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে

ফারিয়া
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে

তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে

মাষ্টার ডি
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে

ফারিয়া
ও রে কি জাদু তুই করলি ?
কেরে নিলি ঘুম ।
হয়ে যাবো আমি loka
My heart goes boom boom boom

মাষ্টার ডি
ভালোবাসি খুব বেশি তোর মুখের হাসি
মনে ঝড় ওঠে যখন তোর চোখে দেখি

ফারিয়া
মন ফেরে না ঘরে ফেরে না
বলনা কি করি আজ আমি তোকে নিয়ে

মাষ্টার ডি
মন সহে না এই যন্ত্রনা
উদাস হয়ে ভেবে যাই তোকে

ফারিয়া
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে

মাষ্টার ডি
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে

ফারিয়া
তোর হাতের ছোয়াতে
তোর ঘুমের ঘোরেতে
তোকে সপ্ন দেখাতে
আমি চাই থাকতে

মাষ্টার ডি
তোর সপ্ন গুলোতে
তোর নাকের নোলোকে
তোর গালের তিলেতে
আমি চাই থাকতে

ফারিয়া
তোর মনের মাঝেতে
তোর কথার ভাজেতে
তোর ভাবনা গুলোতে
আমি চাই থাকতে

মাষ্টার ডি
তোর ঝুমকা দোলাতে
তোর হাতের চুড়িতে
তোর লাল লাল ঠোটে
আমি চাই থাকতে

Lyrics
LyricsUpdate Lirik Lagu terbaru dan populer saat ini, dengan berbagai genre diantaranya Dangdut, Koplo, Pop, Indo, Slowrock, KPop, dll. Lagu lagu dari berbagai adat dan suku daerah Indonesia (Aceh, Bali, Batak, Karo, Dayak, Jawa, Minang, Melayu, Osing Banyuwangi, Sunda, Tarling, dsb) hingga manca negara.